
প্রকাশিত: Wed, May 31, 2023 5:37 AM আপডেট: Fri, May 9, 2025 2:06 PM
পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব থাকবেই: বিবিসিকে ইমরান খান
ইমরুল শাহেদ: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান গত কয়েক সপ্তাহ অত্যন্ত কঠিন সময় পার করছেন। তার দল পিটিআই’র হাজার হাজার কর্মী কারাগারে। দেশজুড়ে ২০ জনের মতো সিনিয়র নেতা দলত্যাগ করেছেন। দলটি নিষিদ্ধও হতে পারে। তাকে যে কোনো সময় সামরিক আদালতেও তলব করা হতে পারে।
এই পরিস্থিতিতেই বিবিসির পাকিস্তানের সংবাদাতা ক্যারোলিন ডেভিস লাহোরে ইমরান খানের জামান পার্কের বাড়িতে বসে একটি সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারের শুরুতে ইমরান খান ও তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সার্বিক পরিস্থিতি তুলে ধরলে তিনি বলেন, আমার কোনো সংকট আছে বলে মনে করি না।
সাক্ষাৎকারটি একটি পোর্টাকেবিনে বসে নেওয়া হয়েছে। ইমরান খান এই কেবিনটিকে একটি মিডিয়া রুমে পরিণত করেছেন। এখান থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন এবং তার বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে থাকেন।
ইমরান খানের বাড়ি এক সময় মুখরিত ছিল দলের নেতা-কর্মী ও সমর্থকদের কোলাহলে। এখন বাড়িটিতে দেখা যায় শুধু আইনজীবীদের যাতায়াত। এখন তিনি আপোষের কথা বলছেন। তিনি মনে করেন, সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতার কারণেই তিনি ক্ষমতা হারিয়েছেন। এখন তিনি তাদের সঙ্গে কথা বলতে চান। তিনি বলেন, যারা মনে করে পাকিস্তানের রাজনীতি সেনাবাহিনীর ভূমিকা থাকবে না, তারা বোকার স্বর্গে বাস করেন।
ইমরান খান বলেন, আমার প্রশ্ন জাগে, তারা কী মনে করে? আমি বলতে চাই, আমাকে এই দৌড় থেকে সরিয়ে দিলে পাকিস্তান কি লাভবান হবে? আমি শুধু এই পুরো পরিস্থিতি দেখছি, অপেক্ষা করুন এবং দেখুন। তারা সম্ভবত আমাকে জেলে ঢোকাবে। কিন্তু এসব মেনে নেবো এবং নীরব থাকবো, তা হবে না।
বিবিসির প্রতিবেদনটিতে পিটিআই ছেড়ে যাওয়া সাবেক সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী ও ইমরান খানের মানবাধিকারকর্মী শিরিন মাজহারির নামও উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ইমরান খান বলেন, শূন্য পদগুলো পূর্ণ করে পিটিআইকে আমি নতুনভাবে সাজাবো। সুতরাং এক্ষেত্রে দলে তরুণরা আসবে, নতুন লোকজন যুক্ত হবে। তারাও গ্রেপ্তারও হতে পারে।
এভাবে কি একটি রাজনৈতিক দল চলতে পারে, এমন প্রশ্নের জবাবে খান বলেন, আপনি অল্প সময়ের জন্য এই ধরনের সন্ত্রাসী কৌশল ব্যবহার করতে পারেন। পুরো পরিস্থিতি অস্থিতিশীল। কিন্তু এর মাধ্যমে দলের ভাঙ্গন রোধ করা যাবে এমন কোনো ইঙ্গিত নেই। সম্পাদনা: রাশিদ রিয়াজ, সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
